কবিতা-ভুলতে কি পারি?
কলমে-নিবেদিতা চক্রবর্তী
তুমি আমি দু’জন মিলে ভেসে সুখের ভেলায়
কাটছিল দিন আনন্দেতে মান অভিমান খেলায়।
কান্না হাসির দোল দোলানো রঙিন সময় যত
হারিয়ে গেল জীবন থেকে জমল বুকে ক্ষত।
শূন্য হৃদয় ঘুরে মরে স্মৃতির আঙিনাতে
নিদ্রা বিহীন রাত কাটে আজ অশ্রু আঁখিপাতে।
তাইতো বসে লিখছি আমি আমার মনের কথা
আমার যত দুঃখ বেদন আমার যত ব্যথা।
হারানো সেই দিনগুলো আর আসবে না তো ফিরে
সুখ পাখি আর গাইবেনা গান আমার কানন ঘিরে।
ব্যথায় ভরা হৃদয়ে আজ শুধুই রক্ত ঝরে
খাতার পাতায় শব্দ গুলো সাজে থরে থরে
ভুলব বলে সকল ব্যথা কলম নিলাম তুলে
সুখ,দুঃখ,প্রেম,বিরহ লিখব মন খুলে।
কত সুখের গল্প থাকে আমার কবিতায়
কবি-হৃদয়ের রক্তক্ষরণ চাপা শব্দমালায়।
নিবেদিতা চক্রবর্তী