তোমার চোখে
সপ্তাহ শেষে একটামাত্র দিন
ঘুম থেকে উঠা একটু দেরি হলেও ক্ষতি কি
রবিবারে মজা অন্যদিনে পাই কি?
#
আমার চোখে
একঘেয়েমি সাত দিন
সকাল সকাল উঠে পড়া
আট-দশটা বাড়ির কাজ
রবিবারেও থাকেনা আমার কোন নিত্য নতুন সাজ।
#
তোমার পাতে
রবিবারের দুপুর বেলায় মাংস আর গরম ভাত।
দুপুরের লম্বা ঘুম, বিকেলে ঘুরতে যাওয়া
নানান রকম কিনা কাটা, নতুন উপহার পাওয়া।
#
আমার পাতে
রবিবারের দুপুর বেলায় হয়তো কেবলই ভাত
দুপুরেও দৌড়াতে হবে, বাকি থাকবে কোন কাজ।
বিকেলটা হয় তো এমনি কাটবে
কিংবা বানাবো ঠোঙা
সন্ধ্যেতে ভাববো আবার নতুন করে
যদি যায় অন্যভাবে দিন গোনা।
#
রাত্রে তুমি ফিরবে বাড়ি হয়ে খুবই ক্লান্ত
অনেক উপহার আর সাথে থাকবে আনন্দ
আমি হয়তো তখনও করব কাজ থাকবো খুবই শান্ত
আমি খাব রুটি আর আলু ভাজা ভালো হোক বা মন্দ।
#
আমাদের চিন্তাটা আবার এক হবে গভীর রাত্রে
সকাল সকালে কাজে যেতে হবে
না হলে বিপাকে পড়বো নিজের কাজের ক্ষেত্রে ।