মনটাকে বানাও সাগরের মত
তবে প্রেমটা যেন ঢেউ না হয়।
মনের হদিশ পেয়ে গেলে
তাকে জড়িয়ে নিও দুহাত ভরে।
সাগরের গভীরতার মত থাকুক দৃষ্টিকোণ
ভালো কে ভালবেসো কারণ বা অকারণ।
দগ্ধ হয়েও এমন হয় না দগ্ধ
বাস্তব বুঝিয়েছে, সে কঠিন বড় শক্ত।
ভালো তো বেসেছি হাজারো বার
সত্যি প্রেমের গন্ধ মেখেছি একবার।
এক প্রেমের পরও যদি দ্বিতীয় প্রেম আসে
তবে প্রথম প্রেম মিথ্যে তা প্রমাণিত
একটিবার মন থেকে মন দিলে
মনপাখি হবে শুধু তারই আশ্রিত।
হিসেব করে মনের হদিশ যদি মালিকানা পায়
সে মন যে ভালোবাসারই কাঙাল, তা বোঝা যায়।
ভালোবাসা বাসো ভালো
নিজেকে বিলিয়ে দিও তবে
মম নিত্য সত্য এক করে তাকে
যে একান্তে ভালোবেসে থাকে।