–
[post-views]—
ফোঁটা ফোঁটা জল যখন তোমার গাল বেয়ে নামে
গলন্ত মোমের মত
নিভু নিভু শিখা তবু বড় ভালো লাগে
হালকা আলো
ধিমে শান্ত আলো
চারিপাশে জমাট অন্ধকারে চকমকি আলো
আকাশের ঘন কালো নীল
দু একটা জোনাকির ওড়া ওড়ি
দূর থেকে ভেসে আসা সিন্ধু বাঁড়োয়া
দোল তোলে টোল ফেলে গালে
আহা দ্রিমি দ্রিমি মাদলের বোল
বলে গলা তোল
তুলে বল ভালোবাসি বড় ভালোবাসি
তিরতিরে কাঁপে ঠোঁট
বলে ওঠ , উঠে বস
কেন এই ঘনঘোর শীতল স্থবিরতা
শামুকের মত খোলার ভেতরে বসে
আড় চোখে চেয়ে দেখি
সূর্য তো রোজ ডুবে যায়
চাঁদ এসে তার বাসর সাজায়
সহস্র পদের মত ধীর পায়ে গুটি গুটি
গুটিয়ে মন এই আঁধার যখন নামবেই
থেমে যাক শেষ কথকতা
মুছে যাক শেষ বলা কথা
তবু, তবু ঠেলা মারে রোজ সুপ্ত প্রেমিক
গুপ্ত প্রেমিক তবু, জেগে থাকে বড় ব্যথা নিয়ে
প্রতি ভোরে শিশিরের কণা
ঘাসের মাথায় জমে জমাট বেদনা
জ্বলজ্বল করে সেই অধীর কামনা
কাঁপে আলো মাখে ভালোবাসে রোজ
নেয় খোঁজ
ভালো আছো?
ভালোবাসা বেঁচে আছে তো?
উত্তরের অপেক্ষায় কয়েক কোটি বছর বেঁচে আছি
ভেসে পরম অশান্তিতে
শান্তির উত্তর কে জানাবে?
দায়িত্ব কাঁধে কার?
হাহাকার জোড়ে চিৎকার
তবু জানতে চাই
ভালোবাসা তুমি বেঁচে আছো
এসো শ্লোগান তুলি
ভালোবাসা দীর্ঘজীবী হোক
কুয়াশার অন্ধকার কেটে
আবার বাঁচবার দিকেই থাকুক তার
দূরন্ত অনাবিল ঝোঁক।
