ভালোবাসায় ব্যবধান – দেবব্রত কয়াল

ভালোবাসায় ব্যবধান    -  দেবব্রত কয়াল

আজ ভালোবাসায় ব্যবধান,
কি খেলা খেলিছ তুমি।
আবারও করলে প্রমান,
কে আপন ,কেই বা পর।

পরকে আপন করিতে গিয়ে,
তোমাকে করেছি পর।
আজ এ হৃদয় কেনো কাঁদিছে সখা,
মনে কেন জন্মায় ভয়।

পুএ হাত দিতে ভয় পায়,
বৃদ্ধ পিতামাতার পায়।
ছোট্ট শিশুকে আদর করতে,
মা আজ ভয়ভীত হয়।

মনুষ্যত্ব কে তো আনেক ,
আগেই মেরেছি।
পিতামাতা কে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি,
মায়ার কবলে পড়ে।

ভোগের তরে জাল বুনেছি ,
এই মায়ার সংসারে। 
কত স্বপ্ন সাজিয়ে রেখেছি তাতে,
হঠাত্ আসা ঝরে ,তবে কি ছিন্ন হবে?

নিয়তি কারোর কথা শোনে না,
কখন কোথায় প্রাণ নেবে কেরে,
কেউই তা বলতে পারবো না।
নিজের জালে জড়িয়ে তুমি,
মাকড়সার মত রবে পরে।

ইন্দ্রিয় সুখ ভোগের তরে,
কি বা করিনি আমরা।
কত না দুর্ব্যবহার করেছি,
ভোগের তরে ,এই মায়ার এই সংসারে।

মৃত্যু এক স্বাভাবিক ক্রিয়া,
সত্যি ভয় পাচ্ছি কি তাকে ?
ভোগ্য বস্তু ছেড়ে যাবো,
আসল ভয় যে তাতে।

পঞ্চ ইন্দ্রিয় সবাই রবে, দেহে শুধুই,
প্রাণের অস্তিত্ব রবে না।
মূল্য হীন নিথর দেহ পরে রবে ,
অহং গুণের হবে অবসান।

এসো এই বন্দী দশায় ,
নিজেকে আগে বদলে ফেলি।
হিংসা বিদ্বেষ সকলি ভুলে,
নূতন ভাবে পথ চলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *