অতিতের ভালোবাসা
কবি =রৌশন আলি
আঘাত পেয়ে ভুলিনি তোমাকে।
হায়াত আছে বলে বেঁচে আছি অতিতে।
ওরা চলে গেছে বহূদুরে তিল তিলে হেসে
মোরা কাঁদি একা বসে অন্ধকার রাতে।
তুমি সুখে থাকো এই বলে আছি অবহেলা জিবনে বেঁচে।
দ্ৰারিদ্ৰ মানুষ টিকে মনে রাখো সৰ্বদা।
হঠাৎ মনে পড়ে তোমার কথা।
শুনেছি মানুষ বদলে সময়ের সাথে।
এখানে সময় বদলে মানুষের সাথে।
অতিত কে ভুলে নবান্ন জ্ঞান।
মানুষ বলে ভালোবাসার কল্যাণ।
কি য়ে বলি নাই কোনো কথা।
আসিক রা বলে ভালোবাসার ঠিকানা।
Roushan ali