ভালবাসার শহর জুড়ে

ভালোবাসার শহর জুড়ে
শ্রী রাজীব দত্ত

সত্যি আজ খুব অবাক লাগে,
যখন দেখি তোমার স্বার্থপরতাকে।
একটা সময় ছিল যখন
আমার ঠোঁটে সিগারেট জ্বললে
তুমি বারণ করতে, দিব্যি দিতে,
লুকিয়ে একটা আধটা খেলেও,
সেদিন তুমি থাকতে অভিমানী হয়ে,
আর আজ এ হৃদয় আগুন জ্বলছে,
তবু তুমি আর, ফিরেও আসো না।
দিনের শেষে যেমন, সূর্যটা আস্ত যায়,
প্রেম, ভালোবাসা, মনের মানুষ,
সবকিছু প্রয়োজন শেষে, শূন্যতায় মিশে যায়।
আমি এখনো, ঠিক বোকার মত
তোমাকে ফিরে পেতে চাই ভালোবেসে,
সময় চলে যায় সময়ের মত,
আমার জীবন চলে যায় পরিহাসে।
কেউ বলে না ভালোবাসি,
নীরবে যখন একলা ঘরে,
দু চোখে বেদনা অশ্রু ঝরে।
একটা সময়, সাজিয়েছিলাম দুহাত ধরে,
স্বপ্নের দুনিয়ার কুঁড়েঘরে,
তোমার আমার রাজপ্রাসাদে
স্বপ্ন মোদের, ভালোবাসার শহর জুড়ে।

Facebook Post Link
https://bit.ly/3lFxHKE

inbound5115930029211308901.jpg

শ্রী রাজীব দত্ত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *