ঘরে এলে ভাদু আমার ওমা কি দিয়ে মুখ দেখিব
যা ছিল মা সবই গেল কি কাল ব্যাধি ঢুকিল।
পাড়ায় পাড়ায় বাঁশের বেড়া পথেঘাটে লকডাউন
ওমা দশের আলু তিরিশ হলো ভাতের সাথে শুধুই নুন।
ছোটো ছেলে বোম্বে ছিল হাজার দশেক বেতন তার,
এখন ঘরে বসে বিড়ি ফুঁকে কে চালাবে এ সংসার ?
ঘরের বাইরে যেও ভাদু গো মাস্ক পরতে ভুলো না
ছ’ফুট দূরে কথা বলো বে-আইনে চলো না।
বে-আইনে চললে ভাদু গো রোগ তো তোমায় ছাড়বে না,
আমরা সবাই মিলে পণ করেছি স্বাস্থ্যবিধি ভাঙবো না।