আসছে পুজো ভাসছে মন আনন্দে আটখানা
সাবধানে থেকো ছোট্টরা সব মাস্ক খুলবে না।
খুব সাবধানে এখানে ওখানে দুমদাম যাবে নাকো
কোভিড এখনো হয় নি বিদায়,মিডিয়ায় কান রাখো
দুগজের দূরত্ব পারলে আরো দূরত্বটা বাড়াও
গা ঘেষে আদৌ থাকবে না পাশে বন্ধুকেও মানাও।
সাবান স্যানিটাইজারে হাতধুয়ে ভাল করে
মায়ের প্রসাদ তবেই নিও,তাড়াহুড়ো করে
বিপদে না পরে মা বাবাকে ভালো রেখো।
অতিমারির এ সময়,চোখ কান খুলে থেকো।
তোমরা জাতির ভবিষ্যত আলোর দিশারি
তোমাদের সাবধানতায় করোনা যাবেই ফুকারি।
আবার ঘর ভাসবে আলোয় আঁধার যাবে দূরে
তোমরা সব দেবশিশু দেখাও ভরসা হৃদয় খুঁড়ে ।।