#ভরসার হাত
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
ভরসার হাত খুঁজছি বটে ভরসা করা দায়
এমন হাতের সংখ্যা তবুও গুনে বলা যায়
ভরসা রাখি বর্ষার উপর তবুও খরা দেখা যায়
ভরসা রাখি শীতের ওপর তবুও গরম দেখা যায়।
ভরসা যোগায় নিজের লোক আছি তোমার সাথে
বিপদে পড়লে পরে বোঝা যায় তোমাকে!!
ভরসা থাকুক সুরের উপর গানের আধিপত্য
ভরসা থাকুক প্রকৃতির উপর সৌন্দর্যের সমারোহ।
বর্ষাতে হয় না আগের মত সৃষ্টি তবু কেবল দেখি আমি চারিদিকে অনাসৃষ্টি
সৃষ্টির এই বেহিসাবি তালের সাথে পেরে ওঠা কঠিন
অংক কষে বলা যায় কি আসবে কবে সুদিন?
এমনি করে জীবন চলে গড়িয়ে যায় চাকা।
ভাবলে পরে মনের কোনে দেখা যায় একরাশ আশা
আশায় আমার জীবন আশাতেই সৃষ্টি
বর্ষা থাকুক আপন জোরে অপরূপ বৃষ্টি।
ভরসা থাকুক নিজের উপর ভরসা থাকুক আরো
জীবন জোয়ার কেটে গেলে সবাই লাগে ভালো
ভরসা যোগায় নিজের আলো ঘর সাজায় মনে
ভরসা থাকুক নিজের উপর বাড়ুক জোর সংগোপনে।
ভরসা জোগায় শুধু মনের জোর
একসাথে থাকি আমরা গড়ে ওঠে মানব শৃংখল
প্রতিবাদে ফেটে পড়া মুখরিত জনতা
ভরসার রূপ বদলায় দেখা যায় মানবতা
ভরসাতেই আছে কেবল বেঁচে থাকার সুখ
ভরসার হাত দুটি চেপে ধরো জীবন মধুর।
সমাপ্ত