[post-views]
[printfriendly]
আমাদের ঘরের ছেলে যিশুকে যারা
হত্যা করেছে তারা সব জল্লাদ,ঘাতক;
আজ বড়োদিন,অসহায় মানুষের জন্য
সারা রাত ধরে প্রার্থনা সমৃদ্ধি ও শান্তির।
মহান বড়োদিন এসে গেলে মনে পড়ে
মায়ের মুখ,একখণ্ড কেক মুখে নিয়ে
মায়ের মুখের হাসি আজও অম্লান…
এবার মা নেই শান্তিও নেই দেহ মনে।
এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই
আমাদের শান্তির ছেলে,ঘরের ছেলের
পেরেক গাঁথা শরীর বেয়ে রক্তের ধারা
বইছে,সেই রক্ত মিশে যাচ্ছে শান্তি-হ্রদে।
পৃথিবীর অসহায় মানুষ ভাত,রুটি,শান্তির
জন্য লড়াই,সংগ্রাম করছে;এসো, প্রার্থনা করি,
গীর্জায়,মন্দির মসজিদে,তাদের জন্য
যারা মাটির গন্ধ শুঁকে শুঁকে ঘুমিয়ে পড়ছে।