বিশ্বাস মৈত্রবাঁধা নেই
আমাদের চেতন তো অনেক দিন আগেই
বিশ্বাসের সাথে ওর দাগও হস্তান্তর করে গেছে
পরর্বর্তী প্রজন্ম শুকনো বিশ্বাসের আলোচনায়
মাটির নাটকের দৃশ্য থেকে অভিনয়ের বিষয় চুকে দিয়ে
একজন বিপরীত দাঁতে কেটেছে সম্ভ্রমের দড়ি।
#
এখন বাইরে বেরুনোর ইচ্ছা থাকা সত্বেও
আগে আসে দ্রৌপদীর বস্ত্রহরণ কথা
আমাদের বাড়ি ঘরের দরজায় আর কত দিন
আগল সেটে রাখতে পারি ; বাইরে মানববন্ধন
#
কোথায় বিশ্বাস কোথায় চেতন
বাংলাদেশকে সম্ভ্রম ঢাকার কাপড় দিয়ে যাও
আর জলচর্চার সেউতি দিয়ে এ দুঃখকে এ কলংককে
ধুয়ে দিয়ে যাও নতুবা বৈশিষ্ট্যের ফুল ফুটতে দাও
ষোল আনা নির্ভয় দাও ; মনে আছে দাদারা – সত্তরের কথা ;আঁচড়ের দাগ কিন্তু মুছে ফেলা যায়
না।