বেস্ট ফ্রেন্ড : শাহানাজ পারভীন সরকার

জীবনে সুখী হতে গেলে কি বয় ফ্রেন্ড খুব প্রয়োজন? না,চাই না বয়ফ্রেন্ড শুধু চাই একটা বেস্ট ফ্রেন্ড। যার সাথে শেয়ার করা যায় সমস্ত কিছু।যে হাজার ব্যাস্ততার মাঝে দিনের শেষে এসে বলবে”কিরে কি করছিস” যার সাথে জীবনের আনন্দ গুলোর সাথে সাথে ভাগ করে নেওয়া যায় নিজেদের জীবনের লুকিয়ে রাখা দুঃখ গুলো। যাকে সবকিছু নির্দ্বিধায় মন খুলে বলা যায়।

বেস্ট ফ্রেন্ড মানে যার সাথে একদিন কথা না হলে হাজার অভিমান মনে জমা হয়।বেস্ট ফ্রেন্ড তো সেই যার সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না আর তাকে খিস্তি দেওয়া আর খেপানোর মতো মহৎ কাজ পৃথিবীতে নেই।যে আপনাকে মাঝে মাঝে এসে বলবে “ওই একটা গার্লফ্রেন্ড খুঁজে দে না।”যার সাথে আপনি একটা কথা বললেই আপনি বুঝতে পারবেন যে তার মুড অফ।যে আপনার সমস্ত অত্যাচার সহ্য করবে।

যে “যা তোর সাথে আর কথা বলবো না”বলে কিছুক্ষন পর নিজেই মেসেজ করে।বেস্ট ফ্রেন্ড তো সেই যে আপনাকে সব থেকে ভালো বুঝবে আর সব থেকে বেশি রাগাবে।– এই ঝগড়া,রাগ,অভিমানের মাঝে কোথাও যেনো একটা বন্ধুত্বের আবেগ জড়িয়ে থাকে।এই পৃথিবীতে তারা খুব লাকী যাদের বেস্ট ফ্রেন্ড আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *