#বেদনার রং
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#১৮/১১/২০২১
বেদনার রং কতটা রঙিন হলে তাকে সমবেদনা বলা যায়
বেদনার আকাশ কতটা মুক্ত হলে পাখি ধরবে তার গান
বেদনার রং কতটা রঙিন হলে গরবিনী মা সন্তান ধারনে আনন্দ পান
সৃষ্টির অপার রহস্য ভরা শুধু বেদনার জয়গান।
কবি কতটা বেদনা পেলে কলম ধরেন
কতটা আকাশ মুক্ত হলে নির্ঝরিনী ছোট নদী পানে
বিহঙ্গ কতটা বেদনা পেলে সুর তোলে
বেদনা নিজেই হয়তো সংবেদনশীল।
বেদনার আকাশ রং ভরে সুরের মূর্ছনায়
লিপিকার কতটা বেদনা পেলে সুর তোলেন কলমে?
গীতিকার কতটা বেদনা পেলে গান ধরেন?
আকাশ আমার রঙিন বেদনা সৃষ্টি করে।
বিপ্লবের জয়গান গেয়ে যায় বেদনা
বেদনার বেদনে জেগে ওঠে সুর তোলে প্রেরণা
ঝঞ্জা ক্ষুব্ধ ঝড়ের মাতনে বিপ্লব সৃষ্টির বেদনা
নূতনের জয় গান দিকে দিকে রেখে যায় বেদনার সম্ভাবনা।
************”