প্রকৃত বেঁচে থাকার মানে।
এতো শক্তি কোথায় পেলে তুমি ,
কেবা দিলো তোমাকে এই ক্ষমতা।
সৃষ্টির ক্ষুদ্র কীট পিঁপীলিকা,
তুমি বেরিয়েছো শীতের শেষে।
তুমি তো সাপ ব্যঙ্গের মতো,
না খেয়ে শীত ঘুম দাওনি।
তুমি জানো খাদ্য সংগ্রহ করে,
জীবন যুদ্ধে বেঁচে থাকার মানে।
উত্তাল সমুদ্রের গর্জন শুনে,
মাঝি নৌকা কূলে ফেরাই।
ঝরের উত্তাল তরঙ্গে মাঝি নৌকা ,
সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।
ছোট্ট মৎস্য গুলো মহা আনন্দে
উজানে উল্টোদিকে নৃত্য করে।
পৃথিবী থেকে কত প্রজাতি বিলুপ্ত হয়েছে,
আজও কত প্রজাতি বিলুপ্তির পথে।
জঙ্গলের ব্যাঘ্র গুলিকে বাঁচানোর জন্য,
পাঠাতে হচ্ছে তাদের জন্য খাদ্য।
রান্না ঘরের তেলাপোকা গুলি কে,
কি খাদ্য দিয়ে বাঁচিয়ে রেখেছি।
একটা ক্ষুদ্র কীট পতঙ্গ ও জানে,
প্রকৃত বেঁচে থাকার মানে।
তোমার পথে চলা বড়োই কঠিন
সব সময় মনের সঙ্গে লড়াই।
এতো শক্তি কোথায় পেলে তুমি ,
কেবা দিলো তোমাকে এই ক্ষমতা।
তোমার প্রতি প্রিয়তাই জোগায় শক্তি,
তোমার প্রতি বিশ্বাস দেয় ক্ষমতা।