বেঁচে থাকার কবিতাগুচ্ছ
১
জীবন বয়ে চলে অনন্ত শূন্যতাকেই সঙ্গে নিয়ে
কী আর করা, থেমে যাওয়া তো আর চলে না
কুকুরের পায়ে ঢিল মারলেও ল্যাংচে ল্যাংচে চলে
আসলে, বাঁচার ইচ্ছেটা সব শালারই সমান….
২
মরতে চাইলেও মরা হয়ে উঠে না
বাঁচাটা নিতান্ত অপ্রয়োজনীয় হলেও
বেঁচে থাকটাই এখানে একমাত্র কাজ
প্রেমটা নিতান্ত প্রয়োজনীয় হলেও
৩
আমার জীবনের সব রং শুধু তুমি
তোমার কানের ঝুমকোর মতই ঝুলে থাকা আমি
তুমি আর আমিতে এই বেশ কাটিয়ে দিচ্ছি জীবন
সমস্ত কোলাহলকে যেন ফুৎকারে উড়িয়ে দিতে পারি আমরা দুজন …..
শিবপ্রসাদ গরাই