বৃদ্ধ বয়সের ভালোবাসা
তুমি হবে আমার
বৃদ্ধ বয়সের ভালোবাসা।
দুজনে মিলে সেই নদিটাতে যাবো,
পাশাপাশি বসে সেই আগের মতো
গল্প বলবো।
তুমি রোজ আগের মতো
একটা কালো গোলাপ,
আর একটা লজেন্স আনবে,
আর কিছু কাঠগোলাপ আনবে,
আমার খোঁপায় গুঁজে দিবে।
তোমার গলায় রবীন্দ্র সঙ্গীত শুনিয়ে,
আমার রাগ ভাঙাবে।
জানতো, তোমায় কেনো আমি
বৃদ্ধ বয়সে ভালোবাসতে চাই?
বৃদ্ধ বয়সের ভালোবাসাটা হলো
খাঁটি ভালোবাসা।
কেউ কাউকে ছেড়ে যাবেনা,
কেউ কাউকে ঠকাবে না,
আর অভিনয় নামক ভালোবাসাটা
কষ্ট দিবে না।
তুমি আর আমি দুজনে মিলে,
গোধূলী লগ্নে নদীর পাড়ে
হাত ধরে একসাথে,
বাকি পথ হাঁটতে চাই।
তাই, তুমিই হবে আমার
বৃদ্ধ বয়সের ভালোবাসা।
লেখনীতে: Afshana Shifat Shishir
Afshana Shifat Shishir