গর্ব করে নাম রাখে “মায়ের আশীর্বাদ”
সত্যি বলছি মায়ের ভাগ্যে জুটে না সেই ছাদ।
হাইরে কলি কাল
সমাজের একি হলো হাল!
দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিল যে মা
তাকে দুটো অন্ন দেওয়ার ক্ষমতা জুটে না!
পরের বাড়ির মেয়ে এলে
মাগো তাকে মেয়ের মতো নাও কোলে।
নিজের মেয়ের বায়না নাও মেনে
বৌমার টা পারবে না কেনে?
নিজের মতো করে, পেতে চাইলে তাকে
মনের মতো করে তৈরি করো আগে।
ওগো নতুন বৌ
স্বামীর সংসার টাই তোমার নিজের গো।
মা বাবা বকলে সহ্য করতে
শ্বাশুড়ি বকলে, যাও কেন কেস করতে!
গুরুজন বকতে পারে, করতে পারে শাসন
কর্ম গুনে আদায় করো তুমি নিজ আসন।
একে অপরকে বুঝে চললে, হবে না সংসারে কোন ঝামেলা
শ্বাশুড়ি বৌমা উপভোগ করবে খুশিতে সারাবেলা।
ভাঙবে না সংসার কোন মতে
বৌমা-শ্বাশুড়ি চলে যদি এই গতে।
যাবে না কোন মা বৃদ্ধাশ্রমে
দিন কাটাবে সবাই কে নিয়ে খুব আরামে।।