কে যে কখন কার প্রয়োজন,
কে যে কখন কার প্রিয়জন।
কেউ তা জানে না।
স্বার্থের নেশায় সবাই মাতাল,
সুযোগ পেলে বাগাই চাতাল।
শুধু তোমায় বুঝতে দেবে না।
আড়াল থেকে মন্দ বলে,
কাছে গেলে ভাল বলে।
শুধু তোমায় ধরা দেবে না।
কি বা ওদের মতি-গতি,
কেবা খারাপ,কেবা সতী।
বেটা তুমি টের পাবে না।
ওদের থেকে দূরে থেকো,
একটু হলেও চিনতে শেখো।
না হলে এরা তোমায় ছেড়ে যাবে না।