বিশুদ্ধ হৃদয়

★পুরনো এলবাম থেকে★

(Neil Young এর গান ‘Heart of gold’ থেকে অনুপ্রাণিত হয়ে)

হৃদয় দিতে গিয়ে দেখি অন্তরে তোমার ভালোবাসা শূন্য,

আমার হৃদয়টুকু দিয়ে তোমার অন্তর করলাম পূর্ণ।

হৃদয়ে ছিল আমার শুধু ভালোবাসা

প্রতিস্থাপিত হৃদয় তোমার অহংকারে ঠাসা।

তোমার এ হৃদয় আমায় দিচ্ছে বড়ো যন্ত্রণা,

নতুন একটা হৃদয় খুঁজছি এটাই এখন সান্ত্বনা।

খুঁজতে গিয়ে ঘুরেছি কতো দেশ;

একটা খনি বাকি আছে; তারপরেতেই শেষ।

অ্যালাবামায় গিয়েছিলাম, গিয়েছিলাম হিমালয়,

বিশুদ্ধ বাতাস আছে, নেই বিশুদ্ধ হৃদয়।

ক্যালভেরিতেও গিয়েছিলাম, ক্রুশবিদ্ধ যীশুর ঘরে-

সেখানেতে গিয়ে দেখি সন্দেহ আরও নড়েচড়ে!

তাইতো আমি যাচ্ছি খুঁজে হন্য হয়ে

এদিকেতে বয়স আমার যাচ্ছে বয়ে,

বিশুদ্ধ হৃদয় খুঁজে পেয়ে তবেই মরতে চাই

বলো তোমরা, কোথায় গেলে তারে আমি পাই?

হ্যাঁ, আমি এখনো খুঁজছি বিশুদ্ধ হৃদয়,

যেখানে থাকবে সবার জন্য ভালোবাসা, আর কিছু নয়।

এস. এম. রায়হান চৌধুরী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *