বিভেদ
মোঃ সাজ্জাদুর রহমান সাগর
জগত জুড়ে জনের বাস,
কেউ খায় কেউ বা ফেলে নিশ্বাস।
স্রষ্টা করেছেন সৃষ্টি জাত অজাত,
আর নঘণ্য কত হাত।
করেছেন ভেদ বিভেদ নর নারী,
ধণী আর মজুরি।
অন্ন ভারে না চলতে পারে,
অন্নাভাবে কেউ থাকে হাহাকারে।
কপাল পোড়ার আগুন জ্ব্লে ধোঁয়ার ভিতরে,
কপাল ওয়ালার আগুন জ্ব্লে উজ্জ্বল চারিদিকে।
হে মহান হে মহান কি ছিল কারন,
কেউ চলে রাজার হালে কেউ চলে ভেড়া দলে
কভু বলনি করনি বারণ।
চাইনা আর জ্যোতি স্যোতি চাই না মহরত,
চাই শুধু তোমায়, না রাখিও নরক।
দেয় না কেউ দাম করে অপমান,
নিঃস্ব তাই ভাবি মোরা
করেছেন যিনি সৃষ্টি তিনিই মহান।
চাইনা মোরা দুনিয়াদারি চাইনা রাজার সিংহাসন,
পরকালে যেন করেন দান স্বর্গের আসন।
তাই মোরা চাই না কিছু ছুটিনা ধণের পিছু করেছেন মোদের নিছু
পরকালে পাই যেন সম্মান।