বিধাতার প্রতি

বিধি,
গড়ছো যখন এই পৃথিবী
জন্ম কেন একটা দিলে?
জন্ম যদি একটা তবে-
তাকেই কেন আগে নিলে?

শুনি-
তুমি নাকি দয়ার সাগর
আস্থা তোমার পরম পাওয়া;
শুন্য যদি সব কিছুতে
কেনই তবে আসা-যাওয়া?

দু’চোখ ভরে দেখবো বলে
শত জনম গেলই চলে;
জন্ম থেকে জন্ম দেখি
সাগর হলো পাথর গলে!

কোথায় গেলে অন্ধ বিধি?
আরশ তোমার কেঁপে উঠুক….
তাঁর বুকেতে ধুকপুকিয়ে
রা এসে যাক ঠোঁট কাঁপুক!
২৬ ফেব্রুয়ারি,২০২১

নিহার রঞ্জন রায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *