★পুরনো এলবাম থেকে★
এ চোখে মুখে আমার প্রতিবাদের তীব্র ঝলক,
চেয়ে থাকা দায় মোরে অপলক!
দেহে আমার ভুখার চিন নাহি
তবু আমি কদাকার প্রাণ, কহে শিব বেশ রাহি।
যে বংশেই হউক আমার বাস,
স্বীয় বিধাতার দেওয়া রং করেছে আমার সর্বনাশ!
টাকা-কড়ি, বিদ্যা-বুদ্ধি নহে আমার কম,
মসীবর্ণ বলেই কি আজ আমি মহাপাতম?
মেন্ডেলাতে মোর রূপের প্রকাশ পায়,
তবু ওরা কুত্সা গায়, ঘন ঘন হাঁকড়ায়।
কটু কথা কহিতে ছাড়ে কভু নাহি-
দিল হয় জেরবার, শাফায়ত চাহি।
হও সমাজের কাণ্ডারি বা মন্ত্রী প্রধান,
চক্ষুশূল তুমি, তুমি যে মূহ্যমান!
এর চেয়ে বিলেতি কুকুরটাও ভালো-
আর্ত আমি, দেহের রং যে কালো!
ধলো আর কালোর তফাতে যারা,
শোনো, “আঁধারেতে সবাই সমান; কল্কি আর কমজাতরা।
হলকুমে তবে গালি কেন? বলো সুকুমার;
সৃষ্টিতে পড়েছে দাগ স্বয়ং বিধাতার!
নিজ দোষে দোষাইলে যে ঈশ্বরে-
তিনিই করেন বাস তোমারি অন্তরে।
তোমাতে করে বাস, কালোতেও করে,
অন্তরেতে ঠাঁই তাঁর তব সমান তরে!
এস. এম. রায়হান চৌধুরী