#বিদায় বেলা
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#২০/১২/২০২১
******************
আজ রাতে বিদায়ের ক্ষণে
মেঘ এসে ছেয়ে যায় মনে
কেতকী, মল্লিকা কাননে
আমায় পড়বে মনে।
তোমারই পুষ্পিত আননে
মোহময়ী ঢেকে রাখা চাদরে
অবগুন্ঠন সরিয়ে চকিত আদরে
স্নিগ্ধ পরশখানি ছুঁয়ে যায় হৃদয়ে।
যাওয়া-আসার পথে চকিত চাউনি
ভালোবাসি তবুও বলা যায়নি
উড়িয়ে অঞ্চলখানি স্নেহমাখা পরশে
বার্তা পেলাম মনের হরষে।
বাদল-মেঘে বিদায়ের ভরসা
শুভ্র প্রভাতে নির্মল আশা
তোমার করকমলে সঁপে নিজেকে
বিদায়ের ক্ষনে পেলাম মনের কোণে ঠাঁই।
সমাপ্ত