বিদায় বাঙালি রাষ্ট্রপতি – ছন্নছাড়া

তুমি চলে গেলে, আজ আমাদের ছেড়ে,

অমৃতলোকের পথে, বহু বহু দুরে।

বাঙালির গর্ব তুমি, দেশের গৌরব,

রাজনীতির ময়দানে রেখে গেলে তোমার সৌরভ।

বীরভূমের কীর্ণাহার তোমার জন্মভূমি।

তোমার গর্বে গর্বিত আজ দেখো দেশভূমি।

দেশ সেবায় তুমি ছিলে বাংলার শিরোমণি,

কর্মজীবন তোমার, মোদের গর্বের খনি।

জাতীয় কংগ্রসে তুমি ছিলে নেতা অন্যতম,

বহুদিন তুমি ছিলে দলের চানক্য সম।

শিক্ষক থেকে রাষ্ট্রপতি যত আছে পদ,

বিদেশ মন্ত্রী, অর্থমন্ত্রী কিছুই পরেনি বাদ।

সবেতেই রেখে গেলে প্রতিভার ছোঁয়া,

দেশের তরে তোমার দান ,আমাদের পরম পাওয়া।

লেখনীতেও তুমি ছিলে সমান সাবলীল,

তোমার বই গুলি তার প্রামাণ্য দলিল।

দুর্নীতি বিরুদ্ধে লড়াই তোমার ছিল সহজাত,

তবুও তা রোধে হল না যা প্রতিভাত।

তোমার কর্মজীবন হোক ভবিষ্যতের দর্শন,

তবে যদি মুক্ত হয় নোংরা দুর্নীতির অঙ্গন।

পদ্মবিভূষণ তুমি,ভারতরত্ন তুমি,

স্বাধীন দেশের শ্রেষ্ঠ সন্তান, তোমায় প্রনমি।

বিশ্ব জুড়ে ছডিয়ে আছে তোমার কর্মগাঁথা,

তোমার প্রয়াণে ভরে গেল মনে অসহ্য ব্যথা।

শোকাহত দেশবাসী, চলে গেলে আজ,

স্মরণে রাখবে সবাই তোমার সকল কাজ।

বাংলার গৌরব তুমি, তোমার কথা কত আর বলি,

বাংলা থেকে দুরে থেকেও মনেপ্রাণে ছিলে বাঙালি।

দুর্গাপূজায় ঘরে ফিরে চন্ডীপাঠ করতে প্রতি ভোরে,

বাঙালির স্মৃতিপট থেকে তা মুছবে না সত্বরে।

এভাবেই চিরকাল থাকবে তুমি,হয়ে সবার স্মরণীয় 

শেষ প্রণাম জানাই তোমায়, ওগো পরম পূজনীয় ।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *