প্রতি বছর বিজয়া আসে নবমীর পরে
সধবারা সিঁন্দুর খেলে কত হৈ হৈ করে
সমবয়সীরা কোলাকুলির পরে
বড়দের করে প্রণাম ,
রাস্তাঘাট শুনশান হলে
ডিজে নেবেই বিশ্রাম।
মনের মধ্যে একটা দুঃখ
জাগছে কেবল শ্বাসে
আবার একটা বছর
তাকিয়ে থাকা সরল বিশ্বাসে ।
সুর কাটা ওই করোনা নাকি
অসুরকুলের হিরো
তার ভয়েতে সিঁটিয়ে থেকে
আনন্দ আজ জিরো।
ভয়ের চোটে মাস্ক যে ঠোঁটে
নো এন্ট্রি মা’র থানে।
কোনপথে যে করোনা হানা
ঘটবে কে তা জানে!
মালার মতো গলায় পরে
ঠাটর বাজির মাস্ক যে
হাইকোর্ট রায় দিয়েছে
পুরি নাই তা বাস্কে
বাঁচার পথ নাই দাদা
মহামারির এই আকালে
মা নিয়ে যান করোনা
যেন বিদায় নেওয়ার কালে।