বিজয় দিবসে
কত শহীদ জীবন দিয়ে
গড়েছে এই দেশ
আজ বিজয় দিবসে তাই
খুশির অবশেষ।
দেশের মাটি রক্তে রাঙা
সোনা ফসল ফলে
সবুজ মাঝে লাল সূর্য
স্বপ্ন কথা বলে।
নতুন বাঁচা রঙিন আলো
পদ্মা গঙ্গা চর
বুকে সাহস উঠছে জেগে
ষোলই ডিসেম্বর।
শালুক চাঁপা ফুলের দেশ
মাঝি বাইছে নাও
স্যালুট করে সারাটা দেশ
শত্রু দূরে যাও।
আজ বিজয় দিবসে দেশ
গাইছে জয় গান
মুক্তি মোহ স্বাধীনতা
সকলের সম্মান।