বিজয়া – অপালা মুখার্জী

জীবনধারা বদলে গেলো এই দুহাজার বিশ এ,
রোগের ভয়ে ভীত মানুষ, কি যে হবে শেষে !
চেনা মানুষ মুখোশ এঁটে হয় অচেনা আজ,
সেফ ডিসটেন্স মানতে ব্যস্ত এই মানবসমাজ।
দুর্গা মায়ের আগমনও হলো নিয়ম মেনে,
কোলাহল ও ভুললো মানুষ ভুগতে হবে জেনে।
জনমানব নেই রাস্তায়,মণ্ডপে নেই গান,
সবার চেয়ে প্রিয় যে এই পরম আপন প্রাণ ।
থিমের পূজো কোথায় হবে – প্যান্ডেল যে খোলা,
পিতৃদত্ত প্রাণটা বাঁচলে তুলো তখন গলা !
গুরুজনের চরণতলে বসাও মানা আজ,
বিজয়া আজ ফোনেই সারো, ওতেই হবে কাজ।
ক্ষতি কি ভাই, শুভেচ্ছা যায় যদি ভার্চুয়ালে,
আবেগ, প্রীতি পাঠাও এবার হৃদয়দুয়ার খুলে।
মায়ের চরণ স্মরণ করে জানাও এ প্রার্থনা,
অসুর দমন নয় এবছর, দমন হোক করোনা ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *