কিছু কিছুু বিচ্ছেদ হয়তো চিরকালীন
প্রিয়জনের না ফেরার দেশে পাড়ি দেওয়া
কিম্বা খাঁচা ভেঙে উড়ে যাওয়া মুক্ত বিহঙ্গ,
ফিরে না তো আর কোনকালেই পুরানো ঠিকানায়!
শুধু হৃদয় জুড়ে থেকে যায় একরাশ শূন্যতা….
মনের গভীরে স্মৃতির অতলে থেকে যায়,
সুনিশ্চিত ভাবে শুধু অতীতখানি!
কিছু কিছু বিচ্ছেদ হয়তো চিরকালীন
যা কোন ভাবেই আর জীবনে ফিরে আসে না,
পূর্ণতা পায় না অদৃষ্টের রোষানলে!