বিকেল বেলার পদ‍্য – মহীতোষ গায়েন

জীবনে সবার বিকেল আসে

বিষণ্ণতায় ভরা,

আমার বিকেল তোমার বিকেল

স্মৃতির পোষাক পরা।

#

স্মৃতির জলে নৌকা ভাসে

নৌকাগুলো সুখ,

সুখ-সাগরে আবার ভাসে

দু:খকাতর মুখ।

#

মুখ চলে যায়,মুখোশ থাকে

প্রেমবিহ্বল ঢেউ,

যাবার বেলায় হৃদয় নিতে

আবার এলো কেউ।

#

বিকেল বেলায় বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে মনের দরজায়,

সামনে লড়াই এগিয়ে চলো

কীবা ভয়,কী সে পরাজয়?

#

বিকেল বেলায় ভোরের ফুল

সবুজ বাগান আনন্দধাম হাসে,

বিকেল গেলেই আসবে সকাল

ফিরবে সুখ ফিরবে সুদিন পাশে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *