জীবন পথে ব্যর্থ হয়ে,
চলেছি আমি পথিক হয়ে
সূদুর অতীতে,
ভেসেছি কল্পনার জগতে।
যেখানে নেই কোন বাস্তবতা,
আছে শুধুই নীরবতা।
যেখানে নেই কোন স্বজন,
আছে শুধুই দুর্জন।
একাকী এই পথে চলতে গিয়ে,
ডুবেছি আমি মাঝ সাগরে।
ভাবছিলাম বাস্তবতা
কাটিয়ে সব নীরবতা।
ভাবছিলাম সেই সন্ধ্যাবেলায়,
তোমার আমার সেই নীরব খেলায়
কাটিয়েছি কত দিন।
আজ আমার সত্যিই দুর্দিন।
বাস্তব নেই, আছে শুধু কল্পনা,
যাকে নিয়ে এত জল্পনা।
বাস্তব-কল্পনার সেই আঙিনা,
আজ আমি ভাবছি শুধুই ভাবনা।