বাঁচতে চাওয়াটা অপরাধ নয়
___প্রশান্ত চন্দ্র রায়
বাঁচতে চাই,
বাঁচতে চাওয়াটা অপরাধ নয়।
বেঁচে থাকার জন্য দু’বেলা দুমুঠো ডাল ভাতেই যথেষ্ট।
আজ কাল ভালো থাকা ভিষণ কঠিন,
ভালো থাকার জন্য দিবানিশি সুখ খুঁজে বেড়াতে হয়।
একটু সুখের লাগি চোর হতে হয়,ডাকাত হতে হয়,বেশ্যা হতে হয়, দালাল হতে হয়, মানুষ খুন করতে হয়, বিবেকহীন পশু হতে হয়।
তবুও সুখ আসে না।
শিশুরা শিশুকাল থেকেই বিশাল স্বপ্ন দেখে বড় হয়, ডাক্তার হব,পুলিশ হব,ইন্জিনিয়ার হব, শিক্ষক হব, বড় চাকুরীজীবি হবো।
মানুষ হতে চায় না কেহই?
মানুষ খুঁজে পাওয়া অসাধ্য!
পৃথিবীতে আর কতদিন বাঁচা যায়?
আধার আছন্ন ধরার বুকে আত্মা শ্বাসনালিতে নিয়ে ঘুরি,
তবুও হতে চাই অমর যুগ-যুগান্তর।
কালের গর্ভে অন্ধ উন্মাদ নরজন্তুর ডেরায়
বেঁচে থাকাটাও কষ্টকর!