কারা তুদের কান ভাঙাইনলো কারা?
আরে দ্যাশটা স্বাধীন কইরলো যারা
তাদের কথা ভুইলা গেলি ক্যানে গো
তাদের কথা একবারটি ভাইব্যা দ্যাখ।
ছেঁড়া চটি,শামা ধরা শাটিন,উঁনচাই ধুতি
বুকে পাথর ভাঙা সাহস,বজ্রকঠিন পেইশি
ফুলাইয়া লোহার ডাণ্ডি খাইয়া,ঘাম রক্ত
ঝরাইনয়ে তুরা এ্য দ্যাশটা স্বাধীন করলিরে।
আরে ও সিধু,ও কানু,বিরসা,খুদিরামরে-এ
দেখ,দেখ ক্যানে,তুদের লড়াইটো লুইটটে
প্যুট্যা খাইছে,দেখ-দেখ ক্যানে,দেখ লোভের থাবা বসাইনছে,দ্যাশটারে ভাঙ্গে ফেলাইনছে।
এদিকে মহামারী,দুর্যোগ,ভয়াল অর্থ সনকট
উদিকে,সীমন্তে কাটাকাটি,ক্যানদের বন্চনা
লকডাউন,আরামছাঁটাই,লুটপাট,জারতীয়
শিকসানীতি,অনলাইন কেলাস,বেকারত্ব।
নতুন লিয়োগ হত্যাছে কত,গরীব বাড়ির কেউ লাইরে,কেউ লাই,বেকার মানুষ কাজ পাইত্যাছে না,লড়াই হইছে,আন্দোলন হইছে কত,রেশনে চাল-গম দিত্যাছে,লেতারা খুশ।
আমাগো সরকার লড়ত্যাছে,সরকার ব্যর্থ হয় লাইগো,তব হ্যা,আমাগো খাবার কাইড়লে রুটি,রুজি কাইড়লে আমরা ছ্য্যড়া দেবক লাই,তোরাইতো পথ দেখাইলি,বল না ক্যানে?
চাইয়া দেখরে ক্যানে তুরা,লরতুন পোরভাত
বেশী দেরী লাই,টিকা আইসত্যাছে,ভয় লাই,
হাজারো কচি কানচা দ্যাশ বাঁচানোর ডাক
দিতাছে-এ-এ-এ,আজ,পনরো তারিখ বটে।
দেশমাতা,তুমি কি শুনইনছো গো,দেখ ক্যানে
আবার সবাই মিলে হামরা ঘর বানবো,ফসল
ফলাইনবো,মাজা উঁচা কইরা দাঙা রুখে দিব বড়া শান্তি বুকে বাজেরে,আ:বড়া শান্তি,সুখ।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika