বসন্তের বার্তা

বসন্তের বার্তা
শ্রী রাজীব দত্ত

বসন্ত রাঙিয়ে দিও সব ঝরা পাতা গুলো
যে বেরঙিন হয়েছে হাজার বছর আগে
তাকে রাঙিয়ে দিও
শত ব্যস্ততার ফাঁকে।

যদি কখনো মনে হয়, মুছে গেছে সব রং
কমলতাকে স্পর্শ করে,
লাল, নিল আবির গুলো তুলে নিও দুহাত ভরে
সেজে নিও মন ভাল করার সং ।

অচেনা বিষাক্ত মুখ গুলো , রং মাখবে সততার
হয়তো সেদিন,
সেই সব রঙ মুছে দিয়েছে
কোন নির্যাতিতা বিধবার।

ভাঙ্গা – গড়া, বাধা-বিপত্তি
সব চুরমার করে এগিয়ে যাওয়াই জীবন
উৎসের সন্ধান খুঁজেফিরি
জীবনের রং মুছে যাওয়া, ব্যক্তিগত মরণ।

থাক না পড়ে অতীত, থাকুক পরে বর্তমান,
রাঙিয়ে দিয়ে জীবন টাকে
এগিয়ে এসো সকলে মিলে ফিরিয়েদি
ধুলোয় মিশে যাওয়া স্বল্পমূল্যের সম্মান।

Rajib Datta

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *