বসন্তের চিঠি

উদাসীন সচ্ছলতা /কেদারনাথ দাস

মসৃণ পথে হাঁটতে গিয়েও লোকে হোঁচট খাচ্ছে কেন চারপাশে লোকজন অবাক হচ্ছে দেখে।
পথিক বলছে দূরাগত কান্না এসে কোথা থেকে
মোচর দিচ্ছে বুকে। বন্দিনী নারী এক ভগ্ন প্রাসাদে যেন হাত-পা নাচায় । শেকলের ঝনঝনি তাই ভেসে ভেসে আসে।
কেউ কেউ বলে স্থির পুকুরের পাড় দিয়ে যেতে যেতে থমকে দাঁড়ায় তারা। গভীর অতল থেকে কোন নারী শ্বাস কষ্টে কেঁদে কেঁদে ওঠে যেন। হয়ত পাথরে বাঁধা তার বন্দি শরীর।
চক্ষুষ্মান যারা তারা দ্যাখেনি কিছুই। শুধু অন্ধ যারা তারা বলে অক্ষর কাঁদে…অক্ষরবৃত্ত লুটোপুটি খায় হাওয়ায় হাওয়ায়।
যারা অন্ধ তারা অলৌকিক দৃশ্য দ্যাখে। অশ্রুত আর্তনাদ বধিরও শুনতে পায়। সচ্ছলতা উদাসীন থাকে শুধু।

কেদারনাথ দাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *