বলুক যা খুশি – শম্পা সাহা

লক্ষ্মী মানে সুন্দর এক মেয়ে

 লক্ষ্মী মানে সিঁদুর পরা বউ 

যাদের সিঁথেয় সিঁদুর ওঠেনি আজও

 তারা তাহলে লক্ষ্মী নয় কেউ ?

সুন্দরী হলে লক্ষ্মীমন্ত বলে 

অসুন্দর দাঁত উঁচু দের কি? 

বর রোজগেরে বউয়ের লক্ষ্মীশ্রী 

বেকারের স্ত্রী ,বউ নাকি অভাগী? 

লক্ষ্মী মানে ফর্সা ই কেন হয় ?

কালোরা কি তবে ভালো নয়কো কেউ ?

কালো কিংবা কপাল উঁচু মেয়ে 

লক্ষ্মী ডাক শুনতে চাই সে ও! 

লক্ষ্মী মানে শুধু ভালো ভালো হলে 

আমরা তাহলে অলক্ষ্মীর ই দলে 

লক্ষ্মী হয়ে আর কাজ নেই বাবা

 বলুক যা খুশি লোকেরা, মনে যা বলে! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *