#বর্ষণমুখর রাত ও প্রাণের কবি রবীন্দ্রনাথ
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#০৭/১২/২০২১
******************
বাতাসে আজ টান লেগেছে বর্ষণ অবিরাম
চমকিত সৌদামিনী নৃত্যে তার উদ্দাম
চমকে চমকে উঠছে ফুঁসে অবিরত
বর্ষণসিক্ত রাতে গাছেরা মাথা দোলায় অনবরত।
জানালা দিয়ে দেখি কে যেন সিক্ত
বাহিরে দাঁড়িয়ে শ্বশ্রুমন্ডিত
অনিকেত হারিয়েছো পথ
আমার দুয়ার প্রান্তে….
বাহিরে বাতাসে ভেসে করুন সুরে”শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে”
বাহিরে দাঁড়িয়ে তিনি বললেন”কে নজরুল”?
কতদিন পরে তোমায় শুনছি?
তুমি এত বিবর্ণ কেন? গুরুদেব আপনি?
তোমরা কবে বাংলাদেশকে ভাগ করেছ?
কাঁটাতারের বেড়া দিয়ে আমার অন্তরাত্মাকে পীড়া দিয়েছো।
আমি সেই বাংলাদেশের আজও স্বপ্ন দেখি
যেখানে বিভেদ সীমারেখা মুছে গিয়েছে”
স্বপ্ন দেখি ভেসে ভেসে পাখির কলতান
স্বপ্ন ভাঙে স্বপ্ন গড়ে আমি ভাবি গড়ার টান
স্বপ্ন বেচার ভালো নয় বন্ধু স্বপ্ন ভীষণ দামি
স্বপ্ন জড়িয়ে দেশের মাটিতে মৃত্যূ অনেক খাঁটি।
গুরুদেবে ভালোবাসা বাংলার মাটি
রসসিক্ত বর্ষণ রাতে আজও বাজায় বাঁশি
দূর গাঁয়ে ছড়িয়ে পড়ে ভালোবাসার ছোঁয়া
আপন সুরে বাজায় বীণা।