বয়সের ভার

#বয়সের ভার
#প্রদ্যোৎ কাঞ্জিলাল
#

******************
বয়স আমায় শেখায় শুধু সমঝে চলা তৎপরতা
বয়সের ভারে কুব্জে চলা মনের সাথে কথা বলা
বয়সের তৎপরতায় কমে তার গতি বাড়ে হৃদয়ের অনুসন্ধিৎসা।

বয়স আমায় শেখায় শুধু নিজের সাথে কথা বলা
বয়সে রং লম্বা চওড়া উচ্চতায় যায় না থাকে ধরা
প্রাণের মাঝে বেদনার সুর
যৌবনের চলে যাওয়া।

ঋদ্ধ করে মুক্ত জীবন স্বচ্ছ ধারণা
বয়সের কাছে হার মানে নিভৃতি চেতনা
বয়সের কাছে শিখে নেওয়া জীবন কত রঙিন
পক্বকেশ হলে পরে সম্মানিত প্রাচীন।

ভাবনার নামাবলী গায়ে চড়িয়ে
বয়সের ভারে শরীর যায় এলিয়ে
চিন্তনে মহানুভবতা
সম্মুখে প্রসারিত জীবনের গতি
তবু নয় অনিরুদ্ধ আমি চলমান মতি।

বয়স আমায় শেখায় শুধু সমৃদ্ধতর জীবন
উপদেশ আর কথকতা সবই করে নেওয়া একসাথে আপন।

জীবন চলে একরকম
শঠতা এবং কপটতা যায় ঝরে
পড়ে থাকে মুক্ত জীবন আদর্শ যায় টিকে।

ভাবনার হাত ধরে বয়সের শিক্ষা
যা কিছু দিয়ে গেছি জীবনভর এটাই আমার দীক্ষা।

সমাপ্ত

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *