বন্ধু : পূর্ণচন্দ্র বিশ্বাস

বন্ধু তুমি হিমেল হাওয়া
চৈত্রে তপ্ত দুপুরে ;
তোমার কথাই সর্বক্ষণে
আসে ঘুরে ফিরে ।

পেঁজা তুলোর স্বচ্ছ কাশে
বলাকার দল মিলে –
সাজিয়ে ঘর সাজাও আকাশ
মনপাখিটার দিলে ।

তোমার আমার কথার মাঝে –
আলগা থাকুক বারণ ;
হারিয়ে গেলে ক্ষতি কি
খুঁজব নাকো কারন ।

রামধনু  রঙ ফিকে হোক না
প্রজাপতির পাখায় ;
বন্ধু তোমার হৃদয় চিহ্ন ,
সাদা ক্যানভাস রাঙায় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *