বঙ্গবন্ধুই বাংলাদেশ – তরিকুল ইসলাম মাসুম

বঙ্গবন্ধুই বাংলাদেশ
কলমে – তরিকুল ইসলাম মাসুম
 
বঙ্গবন্ধু তুমি, বাঙালি জাতির তরে
স্বাধীন করেছিলে একটি দেশ,
নাম দিয়েছিলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ,
বঙ্গবন্ধু, তুমিই স্বাধীন বাংলাদেশ ৷
 
নদী ভাঙনের মতো ভেঙেছিলো
সোনালী সে দেশের গতিপথ বহুবার,
হাজারো চড়াই উৎড়াই পেরিয়েছে,
তবুও বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে
মহাসমারোহে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
জনতার দরবারে পালিত হলো এবার ৷
 
অবশেষে জাতি পেলো নতুন আশা,
দূর হোক সব কলঙ্ক আর নিরাশা ৷
সোনার বাংলা হবেই যে একদিন
প্রিয় জন্মভূমি মোদের মনে সেই আশা,
সেই কামনাতেই দিন গুণছি মোরা
মহান আল্লাহ মোদের একমাত্র ভরসা ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *