কাদা ভরা পানাপুকুর,
কে দেখেরে টুকুর টুকুর?
আর কে হবে?
পাশের গাঁয়ের বগলা খুড়ো,
ছিপ ফেলে মাছ ধরবে বুড়ো।
বলি,মাছ ধরা কী এতই সোজা?
বালির মাঝে সূঁচটি খোঁজা।
সকাল হয়ে দুপুর গড়ায়,
খুড়োর তাতে কী আসে যায়?
জ্যান্ত রুই কাতলা লাফায়,
খুড়োর মনে শুধু খাই খাই।
খুড়োর চোখে ঘুম আসে হায়!
চোখদুটিতে ক্লান্তি বোঝাই।
তারপরেতে আর কী হবে?
মিচকে পাজি বেড়াল হ্যাংলা,
পেরিয়ে দেয়াল ঝোপ জংলা,
ছোঁ মেরে মাছ পালায় ছুটে।
হায়রে খুড়ো,দুঃখু কী বল্!
সর্বনেশে বেড়াল পাজি
দিল যে সব স্বপ্ন ঘেঁটে।
আর কী হবে?
মনের দুঃখে বগলা খুড়ো
চলল নিজের গাঁয়ে ফিরে,
যাওয়ার পথে,হাটের থেকে,
দুটো ইলিশ,কিনেই নিলে খরচা করে।
তারপরে?
গরম ভাতে,আজকে রাতে
ভাপা ইলিশ পড়বে রে।
বগলা খুড়ো বেজায় খুশী
নাচে তাধিন ধিন রে।।