—-অবিরাম বয়ে যাক—-
ফকির নাজমুল শামীম
০৭.১২.২০২১
থামিতে জানেনা বয়ে চলে অবিরাম
নাম তার মধুমতি খেয়ালী সে অতি
বুঝিতে না পারি তার কোন মতিগতি
মিঠে জলে ঢেউ তুলে কিযে অভিরাম।
নিমেষে উজাড় করে শত ঘর বাড়ি
প্রবল স্রোতের টানে ভেঙ্গে একাকার
এপার ভাঙ্গিয়া নদী গড়ে অন্য পার
তীরবাসি চলে যায় ভাঙ্গা ভিটে ছাড়ি।
স্বপনের জাল বোনে দুই তীর ঘিরে
পাল তুলে যায় মাঝি গেয়ে শারি গান
দুই কুলে সুখে দুখে চলে কলতান
এ নদীর বরদানে মুখে হাসি ফিরে।
ভাঙ্গা গড়া হাসা কাঁদা তবু নাই খেদ
অবিরাম বয়ে যাক চাই নাকো ছেদ।
(চতুর্দশপদী)