—-খেয়াল আমার—-
ফকির নাজমুল শামীম
১০.১২.২০২১
খেয়াল আমার
উড়তে ঘাসে ফড়িং পাখায়
খেয়াল আমার
তিতলী হতে রঙিন ডানায়।
খেয়াল আমার
সাগর জলে ভাসতে ডিঙায়
খেয়াল আমার
গা ভাসাতে জোয়ার ভাটায়।
খেয়াল আমার
কুসুম হতে গুল বাগিচায়
খেয়াল আমার
চরবে চরণ ফুল গালিচায়।
খেয়াল আমার
বাদল হতে প্রখর খরায়
খেয়াল আমার
খরা হবো শীতল ধরায়।
(ছন্দ–স্বরবৃত্ত)