শিরোনাম : প্ৰথম দেখার স্মৃতি
কলমে : কেয়া চক্রবর্তী
সকাল থেকেই আকাশের মুখ কেমন ভার,
মনের মাঝেও হচ্ছে আজ ভীষণ তোলপাড়,
কেমন করে ভুলি আমি সেই স্মৃতি,
প্রথম দেখার পরে যা জাগিয়েছিল মনে অনুভূতি।।
লিখতে গিয়ে ভাবছি বসে তোমার কথা লিখি আমি কি
তোমার আমার বন্ধুত্বে আছে স্বাদ টক, ঝাল, মিষ্টি।।
কোন কথাটা লিখবো সেটাই ভাবি এখন,
কেমন করে হলো এই বন্ধুত্বের শুরু তখন।।
মনে পড়ে চৈত্রের সেই ভীষণ দহন দিন
তোমার সঙ্গে হয়েছিলো দেখা আমার যেদিন।।
“তোমার চোখেই দেখেছিলাম আমার সর্বনাশ”,
মনের মাঝে জেগেছিলো অদ্ভুত এক আশ,
তোমার পড়নে ছিল লাল টিশার্ট,
তুমিও ছিলে মাত্রাতিরিক্ত স্মার্ট।।
মুখে তোমার ছিল এক চিলতে হাসি,
সেবার মনোভাব দেখে লেগেছিলো ভালো বেশি।।
যতই তোমার সাথে বলতে কথা আমি চাইনি,
মন কেড়ে নিচ্ছিলো তোমার আড়চোখের চাহনি।।
তার সাথে তোমার মিশুকে স্বভাব,
একনজর দেখলে মনে হবে তোমার সঙ্গে আমার কতদিনের ভাব।।
মার্কেটিং ভালোই জানো, দেখছিলাম আমি তাই,
কথার ওপর কথা বলে পাচ্ছিলে খুব মজাই,
যতই বলি তোমার সাহায্যের দরকার আমার নেই,
এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছিলে ততটাই।।
বুঝতে পারছিলাম কথা বলার সুযোগ তুমি খুঁজছিলে,
আমিও ভাবলাম কি আর যাবে একটু কথা বললে,
সেইযাত্রায় করলে তুমি অনেক উপকার,
আসতে আসতে কথা বলা শুরু হলো বারবার।।
দেখতে দেখতে বন্ধুত্ব উঠলো ভালোই গড়ে,
প্রিয় বন্ধু হয়ে গেলে বুঝতে পারলাম অনেক পরে।।
আমাদের ঝগড়া খুব হয়, টম আর জেরির মতোই,
যতই করি ঝগড়া তবু সুখে দুঃখে একে অপরের পাশে রই।।
ভালো থেকো সবসময়ই প্রিয় বন্ধু আমার
বন্ধু নামের মর্যাদা তুমি রেখো এভাবেই বারবার।।
আজ বন্ধু দিবসে কত স্মৃতি পড়ে যায় মনে,
সুস্থ থেকো সবসময়ই থাকো তুমি যেখানে।।
প্রথম দেখার সেই স্মৃতি বড়ই মধুর ছিল,
ভাবিনি তখন যখন তোমার সাথে দেখা হয়েছিল।।
মন খুলে মনের সব কথা তোমায় বলতে পারি,
ভালো কিংবা মন্দ, রাজনীতি, বা গল্পগাছা সব বিষয়েই চর্চা করি।।
সম্পর্কটা ঠিক রক্তের নয়, তবুও ভীষণ টান,
এক সাথে হাসি, ঠাট্টা, মান – অভিমান।।
বন্ধুর প্রতি দিনে দিনে বেড়েছে, বিশ্বাস ও ভালোবাসা,
এইভাবেই পাশে থেকো আজীবন করি মনে মনে সেই আশা।।
ভাবিনি কখনো তুমি হবে এতো আপন,
তোমার সঙ্গে উঠবে গড়ে এমন সুদৃঢ় বন্ধন।।
বিপদে পড়লে তুমি যোগাও ভরসা,
সব ঠিক হবে এত ভাবিস না, মনে জাগায় অনেক আশা।।
সম্পর্কটা ঠিক জানিনা কেমন তবুও বড় আপন মনে হয়,
পরিবারের সদস্যসম, তবুও মাঝে মাঝেই হারিয়ে ফেলার ভয়।।
এমনভাবেই আমাদের বন্ধুত্বের দৃঢ় হোক বন্ধন,
বিনি সুতোয় গাঁথা এই বন্ধন চিরন্তন।।
©কেয়া চক্রবর্তী®