প্রেম ভেবে যতবার ধরতে গেছি
হাতে ঠেকেছে শুধুই শরীরের গন্ধ ;
বুকের ভিতর গজিয়ে ওঠা কিশলয়
শীত এলে কেবলই ঝরে যাওয়া স্মৃতি,,,
আমার সঙ্গী তখন একরাশ লবনাক্ত
উদাসী নির্জনতা,, রক্তিম বাউল,, !
সেবার একটা গাছ, ডাগর হয়েছিল বেশ,
ঝোড়ো বাতাসের নির্মমতায় সেও ইতিহাস।
শূন্য থেকে শূন্যের মাঝখানে
কেবলই বায়বীয় বিষণ্নতার রসায়ন ;
মরুর আকাশে গোলাপের চারা খুঁজি
যদি পাই অন্তত একটি ক্যাকটাস
ওর বুক চিরে ঝরাবো প্রেম………..