প্রেম চরিত – বিজন মণ্ডল

একটা পাহাড় এঁকেছিলাম ,

ঝরণা আনতে পারিনি ।

একটা ফুল ফুটিয়ে ছিলাম ,

সৌন্দর্য ফোটাতে পারিনি ।

একটা বাঁসা বেঁধে ছিলাম ,

ভালবাসা আনতে পারিনি ।

একটা স্বপ্ন দেখেছিলাম ,

বাস্তবে রুপ দিতে পারিনি ।

একটা পৃথিবী গড়ে ছিলাম ,

প্রাণ প্রতিষ্ঠা করতে পারিনি ।

একটা চাঁদ বুনে ছিলাম ,

তার গায়ে কলঙ্ক আঁকতে পারিনি ।

একটা কবিতা লিখেছিলাম ,

কোনো পাঠক আজও পড়েনি ।

একটা নদী কিনে ছিলাম ,

জোয়ার ভাঁটা আজও খেলেনি ।

একটা মন কে ভালবেসেছিলাম ,

তার থেকে শাস্তি পাওয়া

আজও শেষ হয়নি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *