প্রেমের প্রকৃতি : বিজন মণ্ডল

এ বঙ্গের কোন এক অনামি গ্রামের মাঝে

আমি হারিয়ে যাব ।

খড় দিয়ে ছাওয়া

পাটকাঠির বেড়া দিয়ে ঘর বাঁধবো ।

বর্ষায় হাঁটু পর্যন্ত কাদা ভরা রাস্তা,

আর জল জমা পানা পুকুর,

শাপলা ভরা বিল আর ঘুনি ভরা মাছ,

প্রত্যেকটি দিন চোখ জুড়াবে ।

কুয়াশা ঘেরা শীতের সকালে

তাল, খেজুরের রস

আর কামিনী ফুলের গন্ধ

ভেসে বেড়াবে বাতাসে ।

সন্ধ্যায় শরীর উম্ করার জন্য

কাঁঠাল পাতার আগুন

ঝিঁঝিঁ পোকার ডাকে ক্ষণিক বিঘ্ন ঘটাবে ।

নীলাকাশের মাঝে সাদা মেঘ

শরতের বার্তা নিয়ে আসবে ।

তখন খাল পাড়ের কাশ বনে

ওরা খেলে বেড়াবে ।

মাঠের ওপারে বাড়ি ওদের

দুরন্ত কিন্তু নিষ্পাপ ।

যখন ঢাকের বাদ্যি বাতাসে ভাসবে

ওরা বিল থেকে পদ্ম ফুল

আর কাশ ফুলের তোড়া উপহার দেবে ।

আমিও ওদের মুড়ি বাতাসা দিয়ে

একটু হাসি কিনে নেবো ।

শিউলি ফুল কুড়িয়ে

ওরা খেলতে লাগবে ।

গাছে গাছে কোকিলের গান

আর দূর থেকে ভেসে আসবে

কোন এক রাখালের বাঁশির সুর,

মাঝে মাঝে হাঁসেদের জলকেলি ।

ঝোরো বাতাসে বাঁশ বাগানের

মড় মড় শব্দ আর

দোয়েল ফিঙের ওড়া উড়ি …

এসবের মাঝে মিলিয়ে রবো ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *