প্রিয়তমা
ইকবাল হোসাইন কানন
নিঝুম রাতে তোমায় ভেবে
নেই দু’চোখে ঘুম,
কল্পনারা এই হৃদয়ে
দেয় বাড়িয়ে চুম।
ভেবে ভেবে রাত্রি কাটে
আশায় ভরে বুক,
তুমি আমার ভালোবাসা
চিরদিনের সুখ।
তুমি এলে পূর্ণ হবে
ভালোবাসায় মন,
ঘরটি হয়ে আলোকিত
রবে সারাক্ষণ।
থাকবে না এই মনের মাঝে
ব্যথার কোনো দাগ,
তুমি হবে সব নিরাময়
এইতো অনুরাগ।
তোমায় পেতে রবের কাছে
করি মোনাজাত,
খুব যতনে আলতোভাবে
ধরতে দুটি হাত।
তোমায় পেলে ধন্য হবো
শান্ত হবে প্রাণ,
তোমার মাঝে খুঁজে নেবো
সুবাসিত ঘ্রাণ।
রবের দেওয়া এই উপহার
করবো যতন খুব,
জনম জনম কেটে যাবে
দেখে তোমার রূপ।
সুপথেরই যাত্রী হয়ে
করবে আঁধার দূর,
এদিক ওদিক চতুর্দিকে
জ্বলবে তোমার নুর।
দ্বীনের পথে চলতে আমায়
বলবে তুমি রোজ,
কেমন আছি, কোথায় থাকি
নেবে সদা খোঁজ।
পাঁচ-ওয়াক্ত নামাজ পড়ে
করবো দোয়া তাই,
এই দুনিয়ায় চাই তোমাকে
জান্নাতেও চাই।
Iqbal hossain Kanon