প্রিয় বাংলা ভাষা
শ্রী রাজীব দত্ত
আমার মায়ের ভাষা
আমার প্রাণের ভাষা,
আমার এই বাংলা ভাষা।
এত যে মধু জড়িয়ে আছে,
প্রতিটা শব্দে, প্রতিটা ছন্দে,
সৌরভে-সুবাসিত,
মাতৃভাষা হৃদয়ের রন্ধে।
কত যে তাজা প্রাণ দিয়েছে বলি,
লেখা আছে ইতিহাসের পাতায়,
মনের ভাষা সর্বদা লেখা থাকবে,
প্রতিটা বাঙালির জীবন খাতায়।
এই বাংলাতেই মোরা কথা বলি,
এই বাংলার পথে মোরা হেটে চলি,
জীবন সাগরে, বৈতরণী পার করতে,
এসো বাংলা ভাষাকে, আদর্শ করে তুলি।
বাংলা প্রচলন হোক সর্বত্র,
বাংলা স্বীকৃতি পেয়েছে যেমন দেশ-বিদেশে,
গর্ব করে বল, গর্বিত আমরা জন্মে এ বঙ্গদেশে।
শ্রী রাজীব দত্ত