প্রাণে প্রাণে বাঁধি বল – ডি কে পাল

পোকার ভয়ে বোকা হয়ে

কে কে গৃহে বন্দিরে?

স্বাস্থ্যবিধি মান্য করে

সাবধানে যাও মন্দিরে।

#

মাস্ক পরেছো? স্যানিটাইজার?

সঙ্গে নিতে ভুলোনা;

পরস্পরে থাকবে দূরে

ছাড় দেবে একচুলও না।

#

বছর ঘুরে “মা” এসেছেন

প্রণাম ক’রে আশিস নাও,

চরণসুধা পান কর আর

ভক্তিভরে প্রসাদ পাও।

#

“মা” এর কাছে দু’হাত তুলে

প্রার্থনাতে কাঁদি চল, 

করোনাকাল নাও তুলে নাও

প্রাণে প্রাণে বাঁধি বল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *